পর্যাপ্ত পানি খাওয়ার ৩ টি বিশেষ উপকারিতা !

 



দৈনিক পানি পান করার উপকারিতা ।


প্রয়োজন মত পানি খাওয়া শরীর এবং স্বাস্থ্যের জন্য খুব উপকার । কিন্তু দেখা যায় কিছু সংখ্যক লোক দিনে প্রয়োজন মত পানি খাওয়া তো দূরে থাক তারা দিনে এক লিটার পানিও পান করে না । কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত । তাই আজকের আপনাদের সামনে এই আর্টিকেলটির মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি পানি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে । আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে পরলে জেনে যাবেন পানি খাওয়ার তিনটি বিশেষ উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে । 


প্রথমে জানে নেওয়া যাক পানি খাওয়ার উপকারিতা কি কি? পানি খাওয়ার অনেক উপকারিতা হয়েছে যেগুলো এই ছোট্ট এর মাঝে তুলে ধরা সম্ভব নয় । তাই তিনটি বিশেষ  উপকারিতা সম্পর্কে নিজের বর্ণনা করা হলো ।


১/ কিডনিজনিত রোগ : সাধারণত একজন মানুষকে দৈনিক দুই থেকে তিন লিটার পানি খেলে তার শরীর এবং স্বাস্থ্য দুটোই সুস্থ থাকেন । কিন্তু অনেক সময় দেখা যায় পরিমাণ মতো পানি পান না করলে কিডনি জনিত রোগ শরীরে সৃষ্টি হতে পারে । তাই দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করলে শরীরকে কিডনি জনিত রোগ থেকে দূরে রাখে । তাই দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে ।


২/ ব্রণ :  আমরা সবাই ভেবে থাকি মুখমন্ডলে ব্রণ উঠে রাত জাগার কারণে বা হরমোন জনিত সমস্যার কারণে । কিন্তু এই ব্রনও ওঠার পেছনে আরও একটি কারণ আছে । সেটা হল শরীরকে পরিমাণ মতো পানি প্রদান না করা । পৃথিবীতে এবং সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত । যদি আপনার মুখে ব্রণ অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনার উচিৎ এখনই আপনার দৈনিক অভ্যাসে পরিবর্তন আনা । দৈনিক কমপক্ষে ২ লিটার পানি পান করা । যদি আপনি নিয়ম করে টানা এক মাস পরিমাণমতো পানি পান করেন তাহলে আপনার সাথে পরিবর্তন আসবে এবং সাথে সাথে মুখের ব্রণও ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে ।


৩/ প্রসাবে জ্বালাপোড়া : এমন অনেক রোগী রয়েছে যাদের প্রসাব করলে তল পেট ব্যথা হয়ে থাকে কিংবা প্রসাব করার সময় প্রচন্ড জ্বালাপোড়া অনুভব হয় । এই প্রসাবে জ্বালাপোড়া রোগ টির উৎস হলো পানি পান না কর । সাধারণত এই রোগটি অনেক মানুষের শরীরেই দেখা দেয় , এবং এই রোগটি থেকে মুক্তি পেতে হলে দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে কমপক্ষে দুই লিটার পানি পান করতে হবেই। যদি আপনি এই রোগটি থেকে মুক্তি কিংবা রোগটি থেকে নিজের শরীরকে দূরে রাখতে চান ভালো অবশ্যই উপরুক্ত নিয়ম টা মেনে চলুন ।


এই ছিল পানি পান না করলে শরীরের যে তিনটি বিশেষ রোগ দেখা দিতে পারে সেই সম্পর্কে সাধারণ  ধারণা  ।


এবার জেনে নেয়া যাক পানি পান করার অপকারিতা : পানি পান করার কোন অপকারিতা আমার জানা নেই । পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীরের উপকার ছাড়া অপকার হয় না কিন্তু যদি বেশি পানি পান করার অভ্যাস না থাকে তাহলে একটু-আধটু বমি হতে পারে ,এটা স্বাভাবিক। যদি আপনি দিনে দুই তিন মিনিটে পানি পান না করতে পারেন তাহলে দৈনিক একটু একটু করে পানি পরিমান বাড়ান । এতে করে আপনার বমি হওয়ার চান্স থাকবে না ।


তো প্রিয় ভিজিটর এই ছিল আজকের পানি খাওয়ার তিনটি বেশি উপকারিতা সম্পর্কে একটি ছোট্ট আর্টিকেল । এইরকম আরো আর্টিকেল পেতে নিয়মিত আমাদের Topicbloge ওয়েবসাইটে ভিজিট করুন ।

ধন্যবাদ 

 

Previous Post
No Comment
Add Comment
comment url